Wellcome to National Portal
জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোং লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০২৪

বন্যা দুর্গতদের সহায়তায় বিএসইসি ও অধীনস্থ শিল্প প্রতিষ্ঠান


প্রকাশন তারিখ : 2024-08-27

শিল্প মন্ত্রালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) সোমবার (২৬ আগস্ট) কুমিল্লা ও ফেনী জেলার বানবাসী জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ বিতরণ করেছে। 

বিএসইসির চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান, পরিচালকবৃন্দ ও ‍উধ্বর্তন কর্মকর্তার নির্দেশনার আলোকে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দুইটি টিম গঠন করা হয়। চট্রগাম অঞ্চলের টিম প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ফেনী জেলার বন্যা কবলিত পরিবারে জন্য গুড়ো দুধ, ‍সুজি, চিনি বিস্কুট, খেজুর মোমবাতি, গ্যাস লাইটার, খাবার স্যালাইন,কু কিজ, ডাইপার, পানি, গামছা, মশার কয়েল সম্বলিত ৫০০টি প্যাকেট প্রস্তুত করে। 

 

তারা বাংলাদেশ সেনাবাহিনীর নিকট ফেনী জেলার মহিপাল ক্যাম্পে ৪৮০ প্যাকেট হস্তান্তর করে এবং অবশিষ্ট প্যাকেটগুলো সরাসরি বন্যার্তদের মাঝে বিতরণ করে।

বিএসইসি প্রধান কার্যালয়ের টিমটি ডিজিএম জনাব ইমরান আল আজিজ এর প্রতিনিধিত্বে কুমিল্লা জেলার বন্যার্ত জনগোষ্ঠীর জন্য চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ  তৈল,  মুড়ি, চিনি, খেজুর, খাবার স্যালাইন, টোস্ট বিস্কুট, বেকারী ব্রেড, গ্যাস লাইটার, বল সাবান, গামছা ও স্যানিটারী ন্যাপকিনের সমন্বয়ে ৩০০টি প্যাকেট প্রস্তুত করে। তারা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে সরাসরি স্থানীয় লোকের সহযোগিতায় তালিকা প্রস্তুত করে প্রকৃত বন্যার্ত লোকদের মধ্যে নৌকাযোগে ঘরেঘরে ত্রান পোঁছে দেন।

এ কাজে বন্যার্ত এলাকার সর্বসাধারন আন্তরিকভাবে সহযোগিতা করে। এসময় বিএসইসি ও অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানের পক্ষে চিফ অডিটর জনাব মো: সেলিম হাওলাদার, জনসংযোগ কর্মকর্তা আলাউদ্দীন মৃধাসহ সতেরজন কর্মকর্তা-কর্মচারী এ কাজে অংশ গ্রহণ করেন। 

তারা  মনোহরগঞ্জের তৌরাইশ তাহেরিয়া দাখিল মাদ্রাসাসহ কয়েকটি কেন্দ্রে আশ্রিত জনসাধারণের খোঁজ খবর নেন ও ত্রাণ সামগ্রী তুলে দেন। এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায় এলাকার অনেক বানবাসির মানুষের জন্য এরকম ত্রানের প্রয়োজন রয়েছে।